কালি লাগলে ওযু হবে কি?

জিজ্ঞাসা–৭৩৯: শরীরে কলমের কালি থাকলে কি ওযু হবে?–সিমিম আহমেদ।

জবাব: কলমের কালি ওযুর অঙ্গে পানি পৌঁছার ক্ষেত্রে  প্রতিবন্ধক নয়। সুতরাং কলমের কালি ওযুর অঙ্গ-প্রত্যঙ্গে লাগলে ওযু হবে।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =