ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন স্থানে আকীকা করা

জিজ্ঞাসা–৩৮৭:সসালামু আলাইকুম,হযরত,একটু জরুরী উত্তর প্রয়োজন, যদি ছেলের আকিকার দুইটি খাসির একটি গ্রামের বাড়ীতে আর একটি শহরের বাড়ীতে দেয়, তা আবার ভিন্ন ভিন্ন দিনে হয় তাহলে কি জায়েজ হবে?–jahid hassan

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

যেহেতু হাদীসে ভিন্ন ভিন্ন দিনে ও ভিন্ন ভিন্ন স্থানে আকীকা করার ব্যাপারে নিষেধাজ্ঞা আসে নি , সেহেতু ভিন্ন ভিন্ন দিনে ও ভিন্ন ভিন্ন স্থানে আকীকা করা জায়েয। রাসুলুল্লাহ বলেছেন,

مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَنْسُكْ ، عَنْ الْغُلامِ شَاتَانِ مُكَافِئَتَانِ ، وَعَنْ الْجَارِيَةِ شَاةٌ

যার কোনো সন্তান জন্মগ্রহণ করে, তারপর সে তার পক্ষ থেকে আকীকা করতে চায়। তাহলে সে যেন ছেলের পক্ষ থেকে সমবয়স্ক দু’টি বকরী এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরী যবাহ করে। (আবু দাউদ ২৮৪২)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

আরো পড়ুন–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + two =