ইস্তেনজায় ব্যবহৃত পানি কাপড়ে লেগে গেলে…

জিজ্ঞাসা–৬২৬: প্রস্রাব শেষে টিস্যু দিয়ে কুলুখ করে পানি দ্বারা ধৌত করা সুন্নত। এই পানি প্রস্রাবের রাস্তার ভিতরে থাকা নাপাকির সাথে মিশে যদি কাপড়ে লাগে তাহলে কাপড় নাপাক হবে কিনা? যৌনাঙ্গ চেপে ধরলে একটু একটু পানির ন্যায় দেখা যায় কিন্তু ফোটা আকারে বাইরে বের হয় না এই অবস্থায় ধৌত করলে কাপড় নাপাক হবে কিনা? দয়া করে উত্তর দিয়েন ভাই।– রুহুল আমিন।

জবাব: ওই পানিতে বাহ্যিক নাপাকি দেখা না গেলে কাপড় নাপাক হবে না। কেননা, এক বর্ণনায় এসেছে, বিখ্যাত তাবেয়ী ইমাম যুহরী রহ.কে জনৈক ব্যক্তির (গোসলের হুকুম) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যার গোসল করার সময় গা বেয়ে পানির ছিটা পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এতে ক্ষতির কিছু নেই। (মুসান্নাফ আবদুর রাযযাক ১/৯২)

উল্লেখ্য, মূল বিষয় হল, শরিয়ত নির্দেশিত পদ্ধতিতে ইসতেনজা করা। সুতরাং যৌনাঙ্গ চেপে ধরার  কষ্ট করতে হবে না; বরং লজ্জাস্থানের মাথা ধুয়ে নিলেই হবে। কেননা يُرِيدُ اللَّهُ بِكُمْ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمْ الْعُسْر ‘আল্লাহ্ তোমাদের জন্য সহজতা চান, তোমরা অসুবিধায় পড় তিনি তা চান না।’ (সূরা বাক্বারা ১৮৫)

ইস্তেনজার সুন্নাতগুলো জানার জন্য পড়ুন- জিজ্ঞাসা নং-–১৪৫

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =