অজু করার সময় যদি পরপুরুষ দেখে তবে কি অজু ভঙ্গ হয়ে যাবে?

জিজ্ঞাসা–৫১৯: আসসালামু আলাইকুম, অজুরত থাকা অবস্থায় নও মুসলিম অথবা গায়রে মাহরাম কোন পুরুষ যদি শুধু চেহারা দেখে তবে কি অজু ভেঙে যাবে?–জান্নাত

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

নারী পরপুরুষকে বা পুরুষ পরনারীকে ইচ্ছাকৃতভাবে দেখলে অবশ্যই গুনাহ হবে, কিন্তু এতে ওযু ভাংবেনা।

চেহারার পর্দা সম্পর্কে জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–২০৩

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fourteen =