অনিচ্ছাকৃতভাবে গলায় পানি গেলে কি রোজা ভেঙ্গে যাবে?

জিজ্ঞাসা–১৩৪৫: আসসালামু আলাইকুম। রোজা রেখে অজু বা ফরজ গোসলের সময় যদি মুখে অথবা নাকে অনিচ্ছাকৃতভাবে পানি গলায় চলে যায় তাহলে কী করণীয়? দয়া করে আমাকে উত্তরটা জানাবেন, অনেক উপকৃত হব।–Sajib ahmmed

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অযু-গোসলের সময় অনিচ্ছাকৃতও যদি গলার ভিতর পানি চলে যায় তবে রোজা ভেঙ্গে যায়। তাই আপনাকে ওই রোজার কাযা আদায় করতে হবে। তবে কাফফারা লাগবে না। (ফাতাওয়া খানিয়া ১/২০৯ ফাতাওয়া হিন্দিয়া ১/২০২ আলবাহরুর রায়েক ২/২৭১ আদ্দুররুল মুখতার ২/৪০১)

বিখ্যাত তাবিঈ ইবরাহীম নাখায়ী রহ. বলেন,

 إذا تمضمض الصائم ودخل حلقه من ذلك الماء وهو ذاكر صومه أتم صومه وعليه يوم مكانه ، وإن دخل الماء حلقه وهو ناس لصومه أتم صومه وليس عليه قضاؤه

রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কুলি করার সময় যদি পানি ভেতরে প্রবেশ করে তা গলায় চলে যায় তবে সে ঐ দিনের রোজা পূর্ণ করবে এবং পরে তা কাযা করে নিবে। আর যদি রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় পানি ভেতরে প্রবেশ করে তা গলায় চলে যায় তবে সে ঐ দিনের রোজা পূর্ণ করবে এবং পরে তা কাযা করতে হবে না। (কিতাবুল আসার ৮২৩)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 6 =