অনুমতি ছাড়া আম খেয়েছি; কী করব?

জিজ্ঞাসা–৫০২: আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি , একবাৱ ৱাজশাহী বেড়াতে গিয়ে কাৱো অনুমতি ছাড়া গাছেৱ কয়েককটা আম পেৱেছিলাম যা ঠিক হয়নি। তখন এ বিষয়গুলি বুঝতে পাৱি নি । এখন এত দূৱে থাকি যে, কে মালিক চিনি না। ক্ষতিপূৱণ দেওয়াৱও কোন উপায় নেই । এই মুহূৰ্তে আমাৱ কি কৱা উচিত? দয়া কৱে জানাবেন।–নাম প্ৰকাশে অনিচ্ছুক।

জবাব:وعليكم السلام ورحمة الله

এজাতীয় প্রশ্নের উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–৩৮১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *