অন্যরা আমলের সুনাম করলে তা ‘রিয়া’ হয় কি?

জিজ্ঞাসা–১১৪৭: ধরেন, কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগিতে মশগুল থাকে। সে এই ব্যাপারে কাউকে বলে না। কিন্তু তার পরিবারের লোকজন তার এই দ্বীনদারি অন্য মানুষদের সাথে প্রচার করে বেড়ায়। এতে কি তার রিয়া হওয়ার সম্ভাবনা আছে?– নাজমুল আহসান রুহান।

জবাব: আমলকারীর মনে সুনাম কুড়ানো উদ্দেশ্য না থাকলে; লোক-সমাজে তার সুনাম হলেও তা ‘রিয়া’ বলে গণ্য হয় না। হাদিস শরিফে এসেছে, আবূ যার রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর নিকট আরয করা হল, সেই ব্যক্তি সম্পর্কে কী অভিমত, যে নেক আমল করে এবং লোকেরা তার প্রশংসা করে? তিনি বললেন,

تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ

এতো মুমিন ব্যক্তির জন্য তাৎক্ষণিক (আগাম) সুসংবাদ। (সহিহ মুসলিম ৬৪৮০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =