অপবিত্র অবস্থায় কোন নাপাক কাপড় ধুলে তা কি পাক হয়ে যাবে?

জিজ্ঞাসা–১২৬২: গোসল ফরজ অবস্থায় /অপবিত্র অবস্থায় কোন নাপাক কাপড় ধুলে তা কি পাক হয়ে যাবে?–Abu bakar

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, যদি নাপাক কাপড় ধোয়ার সময় আপনার শরীরের নাপাকি যেমন, বীর্য বা পেশাব উক্ত কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে উক্ত কাপড় ধুলে তা পাক  হয়ে যাবে। সুতরাং আপনি যখন ধোবেন, তখন এমনভাবে ধোবেন যাতে করে নাপাকির কোনো ধরনের চিহ্ন না থাকে। (রদ্দুল মুহতার ১/৩৩৩ আলবাহরুর রায়েক ১/২৩৭ শরহুল মুনইয়া ১৮৩)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =