জিজ্ঞাসা–১১৫২: অবাঞ্ছিত পশম প্রসঙ্গে। আমাদের শরীরের অবাঞ্ছিত পশম জন্ম হয়, তা যদি আমরা না কেটে ছেটে দেই তাহলে শরীয়তের কোন সমস্যা হয় কিনা?–শামীম হোসেন।
জিজ্ঞাসা–১১৫২: অবাঞ্ছিত পশম প্রসঙ্গে। আমাদের শরীরের অবাঞ্ছিত পশম জন্ম হয়, তা যদি আমরা না কেটে ছেটে দেই তাহলে শরীয়তের কোন সমস্যা হয় কিনা?–শামীম হোসেন।
জবাব: ব্লেড, ক্ষুর বা কাঁচি দ্বারা অবাঞ্ছিত লোম বা পশম পরিস্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েয। অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় ক্যামিক্যাল দ্বারা পরিস্কার করাতেও শরীয়তের কোন বাধা নেই। তবে পুরুষের জন্য চেঁছে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব। (কিতাবুল ফিকহ আ’লাল মাযাহিবিল আরবাআ’ ২/৪৫)
শায়েখ উমায়ের কোব্বাদী