জিজ্ঞাসা–৯৪৪: আসসালামু আলাইকুম । আমার রুমমেট বা অনেক বন্ধু অন্য ধর্মের। ওদের বাসা থেকে কোন খাবার পাঠালে বা দাওয়াত গ্রহণ করে খাওয়া জায়েজ কিনা? ওদের কোনকিছু ব্যবহার করা যাবে কিনা? দয়া করে জানাবেনমুহাম্মদ জাহিদুর রহমান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
বিধর্মীদের রান্না করা খাবার যেমন, মাছ, তরকারি ইত্যাদি খাওয়া জায়েয আছে, যদি সে খাদ্যটি হারাম না হয় এবং তাতে যদি হারাম কোন কিছুর সংমিশ্রণ না থাকে। যেহেতু রাসূলুল্লাহ ﷺ অমুসলিমদের দেয়া দাওয়াত খেয়েছেন এবং তাদের দেয়া হাদিয়াও গ্রহণ করেছেন। (বুখারী ২৬১৫-১৮ ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ)
তবে তাদের দাওয়াতে অংশগ্রহণ করলে ঈমান-আমলের ক্ষতি হবার আশঙ্কা থাকলে অংশগ্রহণ করা জায়েয হবে না। (আহকামুযযিম্মাহ ১/৭২৩)
অনুরুপভাবে তাদের যবেহ করা পশুর গোশত খাওয়া যাবে না। (সূরা বাক্বারাহ ১৭৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- যে আট বিষয়ে অমুসলিমদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়
- অমুসলিমদের সেমিনারে অংশগ্রহণ করা যাবে কি?
- পূজো উপলক্ষে আসা দোকান থেকে খাবার কিনে খাওয়া জায়েয আছে কি?
- কোক খাওয়া কি জায়েয? খেলে কি গুনাহ হবে?
- সামুদ্রিক প্রাণী যেমন, কাকড়া, স্কুইড, ইত্যাদি খাওয়া কি জায়েয?
- অমুসলিম কাউকে কি কুরবানি বা আকিকার গোশত থেকে খাওয়ানো যাবে?
- সন্দেহ হয় তবুও হোটেল-রেস্তোরাঁয় গোশত খাওয়া যাবে কি?
- বিধর্মীর রান্না করা খাবার খেয়ে এবং ধোপা দ্বারা ধোয়া কাপড় পরে ইবাদত করলে কবুল হবে কি?
- পীর-ওলি ও মাজারের নামে মানতকৃত পশু খাওয়া যাবে কি?
- হালাল প্রাণীর কোন অঙ্গ খাওয়া নিষেধ?
- আত্মীয়ের বাসায় খেতে গেলে সন্দেহ হয়…
- ‘আল্লাহ’ শব্দ লেখা গোশত খাওয়া যাবে কি?
-
অমুসলিমদের ধর্মীয় উৎসবে বা প্রতিষ্ঠানে সহযোগিতা করা যাবে কি?