অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায় কিনা?

জিজ্ঞাসা–১০০: আমার পরিচিত একব্যক্তি আমেরিকায় থাকে। সেখানে এক অমুসলিম মেয়ে বিয়ে করেছিল। কিছুদিন আগে ঐ দেশের হাসপাতালে মেয়েটি মারা যায়। লোকটি দেশে আসার পর মহল্লার মসজিদে স্ত্রীর জন্য দোয়ার আয়োজন করে। প্রশ্ন হল,অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য এরকম দোয়ার আয়োজন করা জায়েয আছে কিনা?–tareqbdz@gmail.com

জবাব: কোনো ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য এরকম দোয়ার আয়োজন করা নাজায়েয। আল্লাহ তাআলা বলেন-

مَا كَانَ لِلنَّبِیِّ وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْۢ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ

“নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সংগত নয়, তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কি এসে যায়, যখন একথা সুষ্পষ্ট হয়ে গেছে যে, তারা জাহান্নামেরই উপযুক্ত।”(সূরা আত তওবা : ১১৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

১ টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =