অসুস্থ ব্যক্তি অন্য ব্যক্তিকে দিয়ে রোজা রাখালে আদায় হবে কি?

জিজ্ঞাসা–২৮১: অসুস্থ ব্যক্তি রোজা রমজান মাসে অন্য ব্যক্তিকে দিয়ে রাখালে আদায় হবে কি? — jahid hassan: azharulmmm71@gamil.com

জবাব: অসুস্থ ব্যক্তি অন্য ব্যক্তিকে দিয়ে রোজা রাখালে আদায় হবে না। বরং অসুস্থ ব্যক্তি রোজা রাখতে না পারলে পরবর্তীতে যদি এ রোজাগুলোর কাযা করতে পারে কাযা (এক রোজার পরিবর্তে এক রোজা) করবে। আর যদি কাযা করতে না পারে তাহলে সে ব্যক্তির হুকুম যে বয়োবৃদ্ধ ব্যক্তি রোজা রাখতে পারে না তার হুকুমের ন্যায়। অর্থাৎ সে ফিদয়া দিবে–রোজা না রেখে প্রতিদিন একজন মিসকীনকে খাওয়াবে।

ইকরিমা রহ. বলেন, ‘‘আমার মা প্রচন্ড তৃষ্ণা-রোগে আক্রান্ত ছিলেন এবং রোজা রাখতে সক্ষম ছিলেন না। তাঁর সম্পর্কে আমি তাউস রহ.কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ‘প্রতি দিনের পরিবর্তে মিসকীনকে এক মুদ (বর্তমান হিসাবে পৌনে দুই কেজি) পরিমাণ গম প্রদান করবে’।’’ (মুসান্নাফে আবদুর রাযযাক ৭৫৮১)

পুনশ্চ: রোজার কাযা আদায় করতে সক্ষম থাকা অবস্থায় রোজাফিদয়া দেয়া অনর্থক কাজ ছাড়া কিছু নয়। কারণ সক্ষম থাকা অবস্থায় ফিদয়া দিলে রোজা রাখার দায়িত্ব থেকে মুক্ত হবে না। তাই রোজা রাখতে সক্ষম হলে কাযাই আদায় করতে হবে। (বিনায়া শরহুল হিদায়া ৪/৩০৮)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

আরো পড়ুন:  রোজার কাফফারা কত?

আরো পড়ুন: রোজা রেখে নামাজ না পড়লে রোজার কোনো সাওয়াব হবে কি?

আরো পড়ুন: রোজা রেখে পরনারীর প্রতি তাকালে রোজার ক্ষতি হয় কি?

আরো পড়ুন: মা-বোনকে আদর করে চুমো দিলে রোযার কোনও ক্ষতি হবে?

আরো পড়ুন: রমজানে দিনের বেলা স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে?

আরো পড়ুন: ফরয গোসল সূর্য ওঠার পর করলে কি রোজা হবে?

আরো পড়ুন: রোজা রেখে স্ত্রীকে ধরে বা জড়িয়ে শোয়া যাবে?

আরো পড়ুন: হায়েজ ও নেফাসের কারণে রোজা রাখতে পারেনি; এখন কি করবে?

আরো পড়ুন: ঔষধ খেয়ে হায়েয বন্ধ রেখে রোযা রাখলে কি রোযা হবে?

আরো পড়ুন: ইনহেলার ব্যবহারে রোজা ভেঙ্গে যায় কি?

আরো পড়ুন: রোজাবস্থায় মলম ক্রিম লোশন ইত্যাদি ব্যবহার করা যাবে কি?

আরো পড়ুন: অবাঞ্ছিত লোম চল্লিশ দিন পর কাটা এবং রোজা রেখে কাটা যাবে কিনা?

আরো পড়ুন: বর্তমানের ইফতার পার্টি : নতুন ট্রেন্ড না নতুন জাহিলিয়াত?

আরো পড়ুন: সেহরি না খেয়ে রোজা হবে কিনা?

আরো পড়ুন: শুধু পানি দ্বারা সেহরি খাওয়া যাবে কি ?

আরো পড়ুন: মহিলারা কোথায় ই’তিকাফ করবেন–বাসায় না মসজিদে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =