ইমতিয়াজ আহমাদ নাম রাখা যাবে কিনা?

জিজ্ঞাসা–৮৯৭: আমার ছেলের নাম ‘ইমতিয়াজ আহমাদ’ রাখতে চাই। এই নামের তাৎপর্য কি ? তা জানালে কৃতজ্ঞ থাকিব।–Md. Imam Hossain

জবাব: ‘ইমতিয়াজ’ অর্থ শ্রেষ্ঠত্ব বা বৈশিষ্ট্য। আর ‘আহমাদ’ শব্দের দু’টি অর্থ। (ক) ‘অধিক প্রশংসিত’, আল্লাহর বান্দার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য। (খ) আল্লাহর সর্বাধিক প্রশংসাকারী। সুতরাং ‘ইমতিয়াজ আহমাদ’ এর অর্থ–আল্লাহর বান্দার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য বা আল্লাহর সর্বাধিক প্রশংসাকারীর শ্রেষ্ঠত্ব।  অতএব ‘ইমতিয়াজ আহমাদ’ অর্থপূর্ণ বিধায় আপনার ছেলের নাম রাখতে পারেন।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 10 =