ইমামের পেছনে সূরা ফাতেহা পড়তে হয় কিনা?

জিজ্ঞাসা-৫৫: ইমামের পেছনে নামাজে সূরা ফাতেহা পড়তে হয় কিনা?–শামীম আহমেদ. shamim75_8@hotmail.com

জবাব: ইমামের পেছনে মুক্তাদির কোনো কেরাতই পড়তে হয়না। কারণ,ইমামের কেরাতই মুক্তাদির পক্ষে যথেষ্ট হয়ে যায়।হযরত জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, নিশ্চয় রাসূলুল্লাহ (সাঃ)ইরশাদ করেছেন যে, যে ব্যক্তির ইমাম আছে তার ইমামের কেরাতই তার জন্য কেরাত বলে ধর্তব্য হবে। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৫০, সুনানুল বায়হাকী কুবরা, হাদীস নং-২৭২৩, সুনানে দারা কুতনী, হাদীস নং-১, তাহাবী শরীফ, হাদীস নং-১১৮৬, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৪৬৪৩, মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-১০৫০, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-৩৮০০, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-২৭৯৭, আল মুজামুল আওসাত, হাদীস নং-৭৫৭৯, মুয়াত্তা ইমাম মুহাম্মদ-৯৬, মুসনাদে ইমামে আজম-৬১)               সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে,দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে ছাবিত, জাবির ইবনে আবদুল্লাহ ও আবদুল্লাহ ইবনে ওমর রাযিঃ প্রমুখের আমলও এ অনুযায়ীই ছিল। যদি নরাসূলুল্লাহ (সাঃ)মুক্তাদিকে ইমামের পেছনে কুরআন পড়ার নির্দেশ দিতেন, তাহলে তাঁদের সেটা জানা থাকত। এবং তাঁরা সে অনুযায়ীই আমল করতেন আর মানুষকে শেখাতেন। অথচ তাঁদের আমল ছিল ইমামের পেছনে কুরআন না পড়া এবং তাঁরা মানুষকে এরই তালীম দিয়েছেন।(সুনানে ইবনে মাজাহ-৬২ সহীহ মুসলিম-১/১৭৪, হাদীস নং-৯৩২ আবু দাঊদ ৯৬ : ১ইবনি আবি শাইবাহ ৩৭৭: ১আবদুর রাজ্জাক ১২৮ : ২ মুয়াত্তা মুহাম্মদ ৯৮ মজমাউজজাওয়াইদ ১১০:২আল জাওহারুন নাকীহ ১৬২ : ১আছারুসসুনান ১১৬ : ১উমদাতুল ক্বারী ৬৭:৩ফাতহুল মুলহিম ২০:২ ইলাউস সুনান ৪৩:৪;তাবারী ৩৭৮ : ১১ তাফসীর ইবনে কাসীর ১ :২৮১)
এজন্যই ইমাম আহমদ (রঃ) বলতেন, “আমরা কোন মুসলিম মনীষীর কাছ থেকে কখনো শুনি নি যে, যদি ইমাম জোরে কেরাত পড়েন আর মুক্তাদী নীরব থাকে, তাহলে মুক্তাদীর নামায হবে না।” তি্নি আরও বলেন, “রাসূলুল্লাহ (সাঃ), সাহাবী, এবং তাবেঈন, হিজাজ এর জনগণ থেকে মালিক, ইরাকের মনীষীদের থেকে ছাওরী, সিরিয়ার জনগণ থেকে আওযায়ী এবং মিশর থেকে লাইছ, কেউ বলেননি, যে ব্যক্তির ইমাম তিলাওয়াত করল আর সে তা করল না তার নামায শুদ্ধ হবে না ।” (আল মুগনী ৬০২ : ১ )

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =