ইসলামে গোঁফ রাখার অনুমতি আছে কি?

জিজ্ঞাসা–১২৪২: ইসলামে দাঁড়ির পাশাপাশি গোঁফ রাখার অনুমতি আছে কি?– Nazmul Ahsan Ruhan

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, হাদিস শরিফে গোঁফ কাটার বিষয়ে إحفاء অর্থ ছাঁটা قص কর্তন করা جز ছাঁটা বা কর্তন করা প্রভৃতি শব্দ এসেছে। এর কারণে  ওলামাদের একটি দল গোঁফকে একেবারে মুণ্ডন করাকে উত্তম বলেছেন, আরেকটি দল গোঁফ মুণ্ডন না করে ছোট করে রাখাকে উত্তম বলেছেন। এক্ষেত্রে সঠিক ফায়সালা হলো, যে ব্যক্তির গোঁফ যেভাবে কেটে রাখলে সুন্দর দেখায় সেভাবে কেটে রাখা উত্তম।  তবে গোঁফ লম্বা যেন না হয়। কেননা, চল্লিশ দিনের বেশি সময় গোঁফ না কাটা মাকরুহ। এ মর্মে সাহাবী আনাস রাযি. বলেন,

وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ، وَتَقْلِيمِ الأَظْفَارِ، وَنَتْفِ الإِبِطِ، وَحَلْقِ الْعَانَةِ، أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ يَوْماً

অর্থাৎ, গোঁফ ছোট রাখা , নখ কাঁটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নিচের লোম চেঁছে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন, আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরী না করি। (মুসলিম ২৫৮)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =