জিজ্ঞাসা–৩৪২: ইসলামে জন্ম নিয়ন্ত্রণ হারাম? কারও যদি মনে হয়, সে একটি বা দুটি সন্তান এর বেশী ভরণপোষণ করতে পারবে না, তাদের সুষ্ঠ ভাবে পরিচালনা করা কিংবা তাদের সঠিকভাবে নিজেদের উসিলায় দেখে রাখতে পারবে না,সেই ক্ষেত্রে ইসলাম শরীয়াহ মোতাবেক কি করা উচিৎ? কারও যদি আর্থিক সঙ্গতি না থাকে, শারীরিক দূর্বলতা বা নিজেের উপর পূর্ণ আস্থা না থাকে সন্তানের দেখ রেখের প্রতি, সে ক্ষেত্রে একজন সন্তানকে পৃথিবীতে এনে,তার কষ্টের দায়ভার,আল্লাহ না করুন,তার বিপথগামীতার দায়ভারও আমাদেরই থাকবে (যদিও সবকিছুর খবর তিনি আগ থেকেই রাখেন) । এখানে কি মহান আল্লাহ রাব্বুল আলামীন,আমাদের জন্য কোনো নির্দেশনা রাখেন নি? আমাদের দেশের প্রেক্ষাপট (হালাল পথে অর্থউপার্জন খুবই মুশকিল,নিজে ঠিক থাকলেও আশপাশের প্রভাবে ঠিক থাকাটা শয়তানের ওয়াসওয়াসাতেই হয়ত হয় না) আর বর্তমানের জাহিলিয়াতির প্রেক্ষাপটে দুটি সন্তানের নিয়ত করে, জন্মনিয়ন্ত্রণ বড়ি গ্রহণ করে, সেক্ষেত্রে কি গুনাহ হবে? জাযাকাল্লাহু খাইরান! অহনা আহমেদ: ahona.ahmed.995@gmail.com
জবাব: এই প্রশ্নের বিস্তারিত জবাব ইতিপূর্বে দেয়া হয়েছে। জানতে হলে ক্লিক করুন: জিজ্ঞাসা নং–৩৪১,