ইস্তেঞ্জায় ব্যবহৃত পানি শরীরে বা কাপড়ে লাগলে…

জিজ্ঞাসা–১৫৫৬: পেশাব/পায়খানা এ ঢিলা কুলুখ ব্যবহারের পর যে পানি ব্যবহার করা হয় সেই পানি যদি কাপড় বা শরীর এ লাগে তবে কাপড় বা শরীর কি নাপাক হয়ে যাবে?–Rokaya

জবাব: ওই পানিতে বাহ্যিক নাপাকি দেখা না গেলে তা নাপাক হবে না। কেননা, এক বর্ণনায় এসছে,

عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي الرَّجُلِ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَيَنْضَحُ فِي إِنَائِهِ مِنْ غُسْلِهِ، فَقَالَ: لَا بَأْسَ بِهِ

আবদুল্লাহ ইবন আব্বাস রাযি. ফরয গোসলের সময় পাত্রে পানির ছিটা পড়া সম্পর্কে বলেন, এতে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৭৮৯)

বিখ্যাত তাবেয়ী ইমাম যুহরী রহ.কে জনৈক ব্যক্তির (গোসলের হুকুম) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যার গোসল করার সময় গা বেয়ে পানির ছিটা পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এতে ক্ষতির কিছু নেই। (মুসান্নাফ আবদুর রাযযাক ১/৯২)

পক্ষান্তরে উক্ত পানিতে যদি বাহ্যিক নাপাকি দেখা যায় তাহলেও কাপড়টিও নাপাক হয়ে যাবে। তখন যতটুকুতে নাপাকি লেগেছে ততটুকু ধুয়ে পাক করে নিতে হবে। এর জন্য পুরা কাপড় বা শরীর ধোয়ার প্রয়োজন নেই।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + thirteen =