ঈদুল আযহার দিনে আকিকা করা যাবে কি?

জিজ্ঞাসা–৪২৬: ঈদুল আযহার দিনে আকিকা করা যাবে কি?–মো:শিপন রুহানী

জবাব: জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম। সপ্তম দিনে সম্ভব না হলে ১৪ বা ২১ তম দিনে করা ভালো। কেননা হাদীস শরীফে এই তিন দিনের উল্লেখ আছে।  বুরাইদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন,

الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ وَلأَرْبَعَ عَشْرَةَ وَلإِحْدَى وَعِشْرِينَ

আকিকার পশু সপ্তম বা চৌদ্দতম বা একুশতম দিনে যবাই করা হবে। (আলমুজামুল আওসাত ৫/১৩৬ বাইহাকি ৯/৩০৩)

এ তিন দিনেও করা না হলে পরে যে কোনো দিন আকিকা করা যেতে পারে। ঈদুল আযহার দিনেও করা যেতে পারে। কেননা, কোনো হাদীসে ঈদুল আযহার দিনে আকিকা করতে নিষেধ করা হয় নি।

এবিষয়ে আরও বিস্তারিত জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা–৩৮৪

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন স্থানে আকীকা করা
আকীকা আদায়ের নিয়ম কী?আকীকা ও কুরবানী প্রসঙ্গেমাদা বকরি দিয়ে কি আকীকা সহীহ হয় না?নবজাতকের ক্ষেত্রে ভুল-শুদ্ধ কিছু রীতি


 শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি না?
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =