উচ্চস্বরে কেরাত-বিশিষ্ট নামাজে একাকী ব্যক্তি কিভাবে কেরাত পড়বে?

জিজ্ঞাসা–১৫৮৩: যে সকল ফরয নামাযে উচ্চ স্বরে কেরাত পড়া হয় তা যদি একা আদায় করা হয় তাহলে তাতে উচ্চস্বরে কেরাত পড়া যাবে?–আরিফ।

জবাব: একাকী নামাযের কেরাতের নিয়ম হল, যে সকল নামাজের কেরাত আস্তে পড়ার নিয়ম, যেমন- যোহর, আসর, সে সকল নামাজে কেরাত আস্তেই পড়বে।

পক্ষান্তরে যেসব ফরজ নামাজে উচ্চস্বরে কেরাত পড়া হয়, যেমন- ফজর, মাগবির ও এশার নামাজ, তা যদি একাকী আদায় করা হয়— তাহলে তাতে উচ্চ স্বরে কেরাত পড়া জরুরি নয়। নিম্নস্বরে ও উচ্চ স্বরে দুইভাবেই কেরাত পড়া বা সুরা মেলানো যাবে। তবে উচ্চ স্বরে পড়া উত্তম। (আলমুহীতুল বুরহানী ২/৪১, আলবেনায়া শরহুল হেদায়া ২/৩৩৯)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 7 =