একই রুমে মুসলিম এবং হিন্দু থাকলে সেই রুমে ইবাদত করা যাবে কি?

জিজ্ঞাসা–১১৯৭: একই রুমে মুসলিম এবং হিন্দু থাকলে সেই রুমে ইবাদত করা যাবে কি?–মোঃ জাকারিয়া।

জবাব: ইবাদতের পরিবেশ বিদ্যমান থাকলে যেমন, নামাজের জন্য স্থান পবিত্র হলে এবং সামনে মূর্তি ইত্যাদি না থাকলে নামাজ ও অন্যান্য ইবাদত করার ক্ষেত্রে হিন্দু ব্যক্তি বাঁধা নয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, 

وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا

সমস্ত জমিন আমার জন্য নামাজ আদায়ের উপযোগী ও পবিত্র করা হয়েছে। (বুখারী ৪২৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =