ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি?

জিজ্ঞাসা–৪৩৬: আসসালামু আ’লাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হুজুর, ওযু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কি?– Md. Hameem farooq

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রিয় প্রশ্নকারী ভাই, উক্ত মাসআলাটির ব্যাপারে সমকালীন মুফতিদের মাঝে দ্বিমত আছে। কেউ বলেন, স্ক্রিনে থাকা অবস্থায় মোবাইল বিনা অযুতে ধরা যাবে। কেউ বলেন, যাবে না। তবে সতর্কতাপূর্ণ মত হল, যেহেতু কোরআন সর্বোচ্চ পবিত্র ও মর্যাদাসম্পন্ন। তাই এর পবিত্রতা ও মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে স্পর্শ করার জন্য ওযুর শর্তারোপ করা হয়েছে। সে হিসাবে মোবাইলের স্ক্রিনে কুরআন মাজীদের আয়াত বা কোনো পৃষ্ঠা খুললে তার যথাযথ মর্যাদা বজায় রাখতে হবে এবং লিখিত অংশ বিনা অযুতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
ফরয গোসল না করে কোরআন শরীফ পড়ে ফেললে করণীয় কি?
শিশু ওযু ছাড়াই কোরআন ধরতে পারবে কি?
নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করলে কী হবে?
কোরআন শরীফ ধরে কোনো কিছু বললে সেটা কি ওয়াদা হয়?
কোরআনের আইন বলতে কি বুঝায়?
কোরআন শরিফ ছুঁয়ে প্রতিজ্ঞা করার পর সেই কাজ আবার করলেকাফফারা দিতে হয় কিনা?
কোরআন ছুঁয়ে মিথ্যা বললে ঈমান চলে যায় কিনা?
কোরআনকে ‘কোরআন শরীফ’ বলা যাবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + two =