ওয়াকফকৃত এক ঈদ্গাহের মাটি অন্য ঈদ্গাহে আনা যাবে কি?

জিজ্ঞাসা–৪৫৫: ওয়াকফকৃত ঈদ্গাহের মাটি কেটে অন্য ঈদ্গাহে আনা যাবে কি? দলিলসহ বললে উপকৃত হব।–Shifat

জবাব: না, যাবে না। কেননা, ওয়াকফ তার খাতের সাথে খাস হয়ে থাকে। সুতরাং এক ওয়াকফের সম্পদ অন্য ওয়াকফের জন্য দেয়া যাবে না। হাদিস শরিফে এসেছে, উমর রাযি. একটি খেজুর বাগান ওয়াকফ করতে চাইলে রাসূলুল্লাহ তাকে বলেছিলেন, তুমি মূল সম্পত্তিটি এভাবে সদকা (ওয়াকফ) কর যে,لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ তা বিক্রি করা যাবে না, কাউকে দান করা যাবে না এবং এতে উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে না। এর থেকে উৎপন্ন ফলফলাদি (নির্ধারিত খাতে) ব্যয় হবে। এরপর উমর রাযি. তা ঐভাবে সদকা (ওয়াকফ) করেছিলেন। (সহীহ বুখারী ২৭২৪)

তবে যদি ওয়াকফকৃত ঈদ্গাহটি বর্তমানে ঈদগাহ হিসাবে ব্যবহার না হয়, তাহলে দ্বিতীয় ঈদগাহের জন্য তার মাটি আনা যাবে। কিন্তু এক্ষেত্রে শর্ত হল, দ্বিতীয় ঈদগাহটিও ওয়াকফকৃত হতে হবে। রদ্দুল মুহতার (৬/৫৫১)-এসেছে, يصرف وقفها لأقرب مجانس لها ‘খাত বিলুপ্ত ওয়াকফকে সমশ্রেণীর কোন খাতে ব্যয় করা হবে।’

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =