ঔষধ খেয়ে হায়েয বন্ধ রেখে রোযা রাখলে কি রোযা হবে?

জিজ্ঞাসা–১৭৬: আসসালামু আলাইকুম। হযরত একটু দ্রুত উত্তরটা দিয়ে উপকৃত করুন। আল্লাহ আপনার এই মেহনত কবুল করুন। আমীন। মহিলারা ঔষধ খেয়ে প্রিয়ড (হায়েয) বন্ধ রেখে রোযা রাখলে কি রোযা হবে? আর যদি রোযা না হয় তাহলে তাদের কি করনীয়?–وابن السبيل

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোযা রাখলে রোযা হয়ে যাবে।  তবে মেয়েদের স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে এ নিয়মে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ট্যাবলেট না খাওয়াই উত্তম। বরং, স্রাব চালু থাকতে দিবে এবং পরবর্তীতে রোযা কাযা করে নিবে। মনে রাখবেন, এতে রমযানের রোযার সওয়াব কমবে না। ফতওয়ার কিতাবে এসেছে-

‘হায়েজা মহিলার জন্য উত্তম হলো নিজের স্বাভাবিক অবস্থার ওপর থাকা। আল্লাহ তাআলা তার ওপর যে ফয়সালা করেছেন, তার ওপর সন্তুষ্ট থাকা। এমন কিছু ব্যবহার না করা, যার দ্বারা রক্ত বন্ধ হয়ে যায়। বরং হায়েজ অবস্থায় রোজা ছেড়ে দেয়া। অতঃপর রোজাগুলোর কাজা আদায় করে নেয়া। কেননা, উম্মুল মুমিনিন ও আকাবির মহিলারা এমনটিই করেছেন। আর যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে দেওয়া হয়, তাহলেও রোজা হয়ে যাবে।’(আপকে মাসায়েল : খণ্ড ৩, পৃ. ২০৭)

والله اعلم بالصواب

১ টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =