কত বছর বয়স থেকে আমালনামায় গুনাহ লেখা শুরু হয়?

জিজ্ঞাসা–১০৫০: আমার প্রশ্নটি হল, মানুষের পাপ কত বছর বয়স থেকে লেখা হয়।–rafid rahman

জবাব: কোনো ছেলে বা মেয়ের মধ্যে বালেগ হওয়ার নির্দিষ্ট আলামত পাওয়া গেলে বা নির্দিষ্ট বয়সসীমায় পৌঁছলেই তাকে বালেগ গণ্য করা হয় এবং তখন থেকেই শরীয়তের হুকুম-আহকাম তার উপর প্রযোজ্য হয়। নেক কাজ করলে আমলনামায় সাওয়াব এবং গুনাহ করলে আমলনামায় শাস্তি লিপবদ্ধ করা শুরু হয়। আল্লাহ তাআলা বলেন,

وَإِذَا بَلَغَ الأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا

তোমাদের সন্তান-সন্ততিরা যখন বায়োপ্রাপ্ত হয়, তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। (সূরা নূর ৫৯)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ

‘তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে; ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত, নাবালেগ বালেগ হওয়ার আগ পর্যন্ত ও পাগল ব্যক্তি সুস্থ হওয়ার আগ পর্যন্ত।’ (সুনান আবু দাউদ ৩০১৬)

ছেলে-মেয়ে বালেগ (প্রাপ্তবয়স্ক) কখন হয়; জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং ২০১

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =