কনডম ব্যবহার করে স্ত্রীসহবাস করলে গোসল ফরয হবে কিনা?

জিজ্ঞাসা–৭৩৬: কন্ডম ব্যাবহার করে শারীরিক সম্পর্ক করলে উভয়কে ফরজ গোসল করতে হবে কী?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: কনডম ব্যবহার করে স্ত্রীসহবাস করলে গোসল ফরয হবে। কেননা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে নিম্নোক্ত দুইটি বিষয়ের কোন একটি পাওয়া গেলে গোসল ফরজ হয়।

১. খতনার স্থানদ্বয় তথা যৌনাঙ্গদ্বয় একত্রিত হওয়া। অর্থাৎ প্রবেশ-করানো সংঘটিত হওয়া। এক্ষেত্রে বীর্যপাত হওয়া শর্ত নয়। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন,

إذَا الْتَقَى الْخِتَانَانِ وَغَابَتْ الْحَشَفَةُ وَجَبَ الْغُسْل أَنْزَلَ أَوْ لَمْ يُنْزِلْ

যদি খতনার স্থানদ্বয় মিলিত হয় এবং পুরুষাঙ্গের অগ্রভাগ ভিতরে ডুবে যায় তাহলে বীর্যপাত হোক বা না-হোক গোসল ফরজ হবে। (বাইহাকি ৭২৪)

২. উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া। এমনকি সেটা যদি যৌনাঙ্গদ্বয় একত্রিত হওয়া ব্যতিরেকে হাত দিয়ে সম্ভোগ করার কারণে সংঘটিত হয়ে থাকে সেক্ষেত্রেও গোসল ফরজ হবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন,إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ  পানির কারণে পানি অপরিহার্য। (সহিহ মুসলিম, ১৫১)। অর্থাৎ পানি তথা বীর্য নির্গত হওয়ার পরিপ্রেক্ষিতে গোসল ফরজ হয়।

والله أعلم بالصواب

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 19 =