জিজ্ঞাসা–১১৯৬: কাপড়ের কোন অংশে নাপাকি জিনিস যেমন পায়খানা, পস্রাব ইত্যাদি লাগলে সম্পূর্ণ কাপড় ধুতে হয় নাকি যে অংশে লাগলো সেই অংশে ধুলে হবে?–Mohammed Hossain
জবাব: নাপাকি যতটুকুতে লেগেছে, ততটুকু এমনভাবে ধুয়ে ফেললেই হবে যেন নাপাকি পুরোপুরি দূর হয়ে যায়; সম্পূর্ণ কাপড় ধুতে হবে না। (রদ্দুল মুহতার ১/৩৩৩) কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ
তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, যেখানে বীর্য (নাপাকি) দেখবে সে জায়গাটুকু ধুয়ে ফেলবে। (মুসলিম ৪৬৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী