কুরবানির গরুতে আকিকা: দুই বছরে দুই শরিক জায়েয হবে কি?

জিজ্ঞাসা–৯২১: হুজুরের কাছে আমার জানার বিষয় হলো,ছেলেদের আকিকা কোরবানিতে দুই অংশের এক অংশ যদি এই কোরবানিতে আদায় করা হয়, আর দ্বীতিয় অংশ যদি আগামি কোরবানিতে আদায় করা হয় তবে কি আকিকা শুদ্ধ হবে?–Hossain Ahmad

জবাব: যেহেতু হাদীসে ভিন্ন ভিন্ন দিনে ও ভিন্ন ভিন্ন স্থানে আকীকা করার ব্যাপারে নিষেধাজ্ঞা আসে নি , সেহেতু এই বছর আকিকা হিসেবে কুরবানির গরুতে এক অংশ দেয়া এবং আগামী বছর আরেক অংশ দেয়া নিষেধ নয়। রাসুলুল্লাহ বলেছেন,

مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَنْسُكْ ، عَنْ الْغُلامِ شَاتَانِ مُكَافِئَتَانِ ، وَعَنْ الْجَارِيَةِ شَاةٌ

যার কোনো সন্তান জন্মগ্রহণ করে, তারপর সে তার পক্ষ থেকে আকীকা করতে চায়। তাহলে সে যেন ছেলের পক্ষ থেকে সমবয়স্ক দু’টি বকরী এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরী যবাহ করে। (আবু দাউদ ২৮৪২)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 19 =