কেউ ইতেকাফ না করলে এলাকার সবাই গুনাহগার হয়?

জিজ্ঞাসা–১৪৫১: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। রমজানের ই’তিকাফ সম্পর্কে অনেকে বলে থাকেন, “কেউ না থাকলে এলাকার সবাই গুনাহগার হবে” এ সম্পর্কে জানতে চাচ্ছি।–জাবির আল মাহমূদ।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

রমজান মাসের শেষ দশ দিন ইতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়াহ। যদি কোনো মসজিদে এক জনও ইতেকাফে বসে তাহলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি একজনও ইতেকাফ না করে তাহলে ঐ এলাকার সবাই গুনাহগার হবে। (হেদায়া, ফাতহুল কাদীর ২/৩০৪ রদ্দুল মুহতার ২/৪৪২ খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৭ ইলাউস সুনান ১৬/১৭২-৭৩ রদ্দুল মুহতার ৬/৫৫)

রাসূলুল্লাহ্‌ বলেছেন,

 مَنِ اعْتَكَفَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ ثَلاثَ خَنَادِقَ ، كُلُّ خَنْدَقٍ أَبَعْدُ مِمَّا بَيْنَ الْخافِقَيْنِ

যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে আল্লাহ্‌ তার মাঝে ও জাহান্নামের আগুনের মাঝে তিনটি পরিখার দূরত্ব সৃষ্টি করে দেন; যা পূর্ব-পশ্চিমের চেয়েও বেশি দূরত্ব। (তাবারানী ৭৪২০ হাকিম ৪/২৬৯ বায়হাকী ৩/৪২৪)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =