ক্যারাম বোর্ড খেলা যাবে কি?

জিজ্ঞাসা–৩৯৮: মাঝে মাঝে কেরামবোর্ড খেলা যাবে কি না– আরিফ

জবাব: যে সমস্ত কাজে দুনিয়া, আখেরাত ও স্বাস্থ্যগত কোনো উপকার নেই, ঐ সমস্ত অনর্থক কাজে সময় ব্যয় করা শরীয়তে নিষেধ। ক্যারাম বোর্ড খেলায় কোনো ধরণের উপকারিতা না থাকায় তা নাজায়েয। (আল বাহরুর রায়েক-৮/১৮৯, ফাতাওয়া শামী-৬/৩৯৫)

আবু হুরাইরা রাযি. বলেন, রাসূল্লাহ বলেছেন,

  من حُسنِ إسلام المرءِ تركُهُ ما لا يعنيه

একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরী নয় এমন কাজ সে ত্যাগ করে। (জামে তিরমিযী ২২৩৯)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

আরো পড়ুন–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + thirteen =