জিজ্ঞাসা–১২৫৯: আসসালামু আলাইকুম। গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে বালিশের উপর অথবা কোনো উঁচু স্থানে সিজদা দেয়া যাবে কিনা?–Rimjhim: rimjhimkgm@gmail.com
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে যদি সম্ভব হয় তিনি হাত জমিনে রেখে তার উপর সিজদা দিবেন। অন্যথায় হাত সামনে রেখে যতটুতু ঝুঁকতে পারেন ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করবেন। ইশারায় সিজদার সময় সামনে কোন টেবিল, বালিশ বা অন্য কিছু রেখে তাতে সিজদা করবে না। বরং শুধু ইশারাই করবে।
হাদিস শরিফে এসেছে,
জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ একজন রোগী দেখতে গেলেন। তিনি তাকে একটি বালিশের উপর সিজদা করতে দেখলেন। তিনি তা (বালিশ) নিয়ে সরিয়ে রাখলেন। অতঃপর লোকটি একটি কাঠের টুকরা নিল তার উপর সিজদার জন্য। রাসূলুল্লাহ ﷺ তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন, তুমি সক্ষম হলে জমিনের উপর সিজদা করবে অন্যথায় ইশারা করবে। আর তোমার সিজদা রুকু থেকে বেশি ঝুঁকিয়ে করবে। (সুনানে বাইহাক্বী ৩৪৮৪)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী