গোপনাঙ্গের লোম চেঁছে/উপড়িয়ে ফেলতে হবে নাকি ছেটে ছোট রাখলেই হবে?

জিজ্ঞাসা–৪৫৯: শরীরের বিশেষ স্থানের লোম কি সম্পূর্ণ চেঁছে/উপড়িয়ে ফেলতে হবে নাকি ছেটে ছোট রাখলেই হবে? যদি অজ্ঞতা বশত কেউ ছেটে রাখত,কিন্তু এখন বিধান জানতে পেরেছে,তাহলে কি তার আগের ইবাদাত কবুল হবে না?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: ব্লেড, ক্ষুর বা কাঁচি দ্বারা গোপনাঙ্গের লোম পরিস্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েয। অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় ক্যামিক্যাল দ্বারা পরিস্কার করাতেও শরীয়তের কোন বাধা নেই। তবে পুরুষের জন্য চেঁছে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব। (কিতাবুল ফিকহ আ’লাল মাযাহিবিল আরবাআ’ ২/৪৫)

সুতরাং কেউ যদি কাঁচি দ্বারা ছোট করে রাখে, তাহলে জায়েয হবে, তবে উত্তম হবে না।

فإن أزال شعره بغير الحديد لا يكون على وجه السنة

যদি কেউ চেঁছে না ফেলে অন্য কোনভাবে পরিষ্কার করে তাহলে তা সুন্নাহ অনুযায়ী হবে না। (কিতাবুন নাওয়াযিল ১৫/৫৪৭)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =