গোবর দিয়ে লেপা জমিন কি নাপাক?

জিজ্ঞাসা–২৬৫: গোবর, পানি আর মাটি দিয়ে ঘরের মেঝে মুছে দিলে সেখানে নামাজ পড়া যাবে কি না? উত্তর দিবেন ইনশাল্লাহ।–M M TAJIRUL TAJ

জবাব: সম্পূর্ণ শুকিয়ে গেলে গোবর দিয়ে লেপা ঘরের মেজে পাক এবং তাতে নামায পড়া যাবে। তবে উত্তম হলো, কোনো কিছু বিছিয়ে নামায পড়া। (আদ্দুররুল মুখতার ১/৩২০, মাজমাউল আনহুর ১/৬২, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ১/১৬০-১৬২)

উল্লেখ্য, স্বাভাবিকভাবে গোবর দিয়ে লেপার কাজটি মুসলমানদের পরিহার করা উচিত। কারণ, গোবরটাকে আমরা পবিত্র হিসেবে মনে করি না।  কিন্তু যদি কেউ গোবর দিয়ে কোনো কিছু লেপে বা কোনো প্রয়োজনে ব্যবহার করে, তাহলে এটা নাজায়েজ হয় না।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =