জিজ্ঞাসা–৯৫১: গোসল করার পর ওযু না করে নামাজ পরলে নামাজ হবে কি?–Md sohag miya
জবাব: গোসলের সকল নিয়ম মেনে গোসল করলে সেখানে অযু ও পবিত্রতার সকল শর্তও পূরণ হয় বিধায় আলাদাভাবে অযু করার প্রয়োজন পড়ে না ।
عَنْ عَائِشَةَ، – رضى الله عنها – قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ
আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ ﷺ গোসলের পর অযু করতেন না। (সূনান নাসাঈ: ২৫৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- গোসল করার পর ওযু না করে নামাজ পড়লে হবে কি?
- গোসল করার পর নাপাক কাপড় পরলে শরীর নাপাক হবে কি?
- অসুস্থতার কারণে ফরজ গোসল করা অসম্ভব হলে…
- স্ত্রী উপভোগের সময় কখন গোসল ফরজ হয় এবং কখন হয় না?
- ফরজ গোসলের সময় নাকে পানি প্রবেশ করানো ও গড়গড়া কতটুকু জরুরী?
- কনডম ব্যবহার করে স্ত্রীসহবাস করলে গোসল ফরয হবে কিনা?
- ব্যান্ডেজ থাকলে ফরজ গোসল কিভাবে করবে?
- ফরজ গোসলের সময় পায়ের নখের ভেতরে পানি পৌঁছাতে হবে কি?
-
গোসল করার পর নাপাক কাপড় পরলে শরীর নাপাক হবে কি?
ধন্যবাদ ভাই , আমি এরকম একটা প্রশ্নের উত্তর অনেকদিন ধরে খুজতেছিলাম আজকে পেয়ে গেলাম