গোসল করার পর ওযু না করে নামাজ পড়লে হবে কি?

জিজ্ঞাসা–৯৫১: গোসল করার পর ওযু না করে নামাজ পরলে নামাজ হবে কি?–Md sohag miya

জবাব: গোসলের সকল নিয়ম মেনে গোসল করলে সেখানে অযু ও পবিত্রতার সকল শর্তও পূরণ হয় বিধায় আলাদাভাবে অযু করার প্রয়োজন পড়ে না ।

عَنْ عَائِشَةَ، – رضى الله عنها – قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ

আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ গোসলের পর অযু করতেন না। (সূনান নাসাঈ: ২৫৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

১ টি মন্তব্য

  1. ধন্যবাদ ভাই , আমি এরকম একটা প্রশ্নের উত্তর অনেকদিন ধরে খুজতেছিলাম আজকে পেয়ে গেলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =