ফরজ গোসলের সময় পায়ের নখের ভেতরে পানি পৌঁছাতে হবে কি?

জিজ্ঞাসা–৮৮২: বলা হয়েছে ফরয গোসল করার সময় সব জায়গায় পানি পৌঁছাতে হবে। আমার প্রশ্ন হল,  যেহেতু পায়ের বুড়ো আঙ্গুলের নখ একটু মজবুত ও গভীর! তাই নখের ভিতরে পানি পৌঁছাতে নখ ধরে উপরে টান দিলে ভেঙ্গে যায় এবং পরে ব্যাথা হয়। নখের ভিতরে কি পানি দিতে হবে?–Rana

জবাব: ফরজ গোসলের সময় যে সব স্থানে পানি পোঁছানো কষ্টকর; সে সব স্থানের উপরিভাগে পানি গড়িয়ে দিলেই যথেষ্ট হয়ে যায়। পানি পোঁছানোর জন্য এমন কোন পদক্ষেপ নেয়া জরুরি নয় যে, যার কারণে কোন ক্ষতি হতে পারে। (ফাতাওয়া হাক্কানিয়া ২/৫৩২)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =