ঘরে টিভি থাকলে নামাজ হবে কিনা?

জিজ্ঞাসা–১৪৪৫: ঘরে টিভি থাকলে নামাজ হবে কিনা?–মোঃ মোস্তাফিজুর রহমান।

জবাব: টিভি রাখা এবং দেখা নাজায়েয। যদি টিভি চালু অবস্থায় থাকে তাহলে ওই রুমে নামাজ আদায় করা মাকরূহ। পক্ষান্তরে যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে নামাজ আদায় করা যাবে, তবে যদি রুমটি কেবল টিভি দেখা কিংবা এজাতীয় বিনোদন উপভোগ ও অন্যান্য গুনাহর কাজ করার জন্য নির্দিষ্ট থাকে তাহলে সেখানেও নামাজ পড়া মাকরূহ হবে। (www.banuri.edu.pk)

ইমাম নববী রহ. বলেন,

وتكره الصلاة في مأوى الشياطين كالخمارة وموضع المكس ونحو ذلك من المعاصي الفاحشة

শয়তানের আবাসস্থলে নামাজ পড়া মাকরূহ। যেমন, মদ্যশালা, ট্যাক্স আদায়ের স্থানসহ যেথায় অশ্লীলতার গুনাহ হয় এমন সকল স্থানে। (আলফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ২/১৫৫)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 13 =