ঘুষ চাওয়া এবং না চাওয়া

জিজ্ঞাসা–১১৮১: আমি একজন চাকুরিজীবী। কোন এক ব্যক্তি যদি বলে আমার একটি কাজ করে দিবেন। আমি যদি বলি টাকা লাগবে। এটা কতটুকু জায়েজ হবে?–aliadinamondol

জবাব: কাজটি যদি আপানার চাকরির দায়িত্বভুক্ত হয় তাহলে এটা হবে ঘুষ চাওয়া; যা শরিয়তের দৃষ্টিতে হারাম। কেননা হাদীসে এসেছে,

لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ الرَّاشِىَ وَالْمُرْتَشِىَ

রাসূলুল্লাহ ﷺ ঘুষদাতা ও ঘুষগ্রহণকারী উভয়কে অভিসম্পাত করেছেন। (আবু দাউদ ৩৫৮২)

আর যদি কাজটি আপনার চাকরির দায়িত্বভুক্ত না হয় এবং কাজটি করে দিতে গেলে কারো কোনো ক্ষতি না হয় তাহলে ইনসাফের সঙ্গে আপনি আপনার পারিশ্রমিক চাইতে পারেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ

নিজ হাতে উপার্জিত জীবিকার খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায়না। আল্লাহর নবী দাউদ আ. নিজ হাতে উপার্জন করে খেতেন। (বুখারী ১৯৪২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =