চুলের ব্যবসা করা কি হারাম?

জিজ্ঞাসা–১১৩১: চুলের ব্যবসা করা কি হারাম? কুরআন-হাদিস মোতাবিক জানাবেন। আমাদের এ দিকে এ ব্যবসাটি অনেক বেশি। তাই অনুরোধ করে বলছি, অবশ্যই জানাবেন।–নাজমুল আলম।

জবাব: মানুষের চুলের ব্যবসা করা জায়েয নেই। আলামাউসুয়া’তুল ফিকহিয়্যা (২৬/১০২)-এ এসেছে,

واتّفق الفقهاء على عدم جواز الانتفاع بشَعْر الآدميّ بيعاً واستعمالاً ؛ لأنّ الآدميّ مكرّم ، لقوله سبحانه وتعالى : ( وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ ) .
فلا يجوز أن يكون شيء من أجزائه مهاناً مبتذلاً

‘ফকিহগণ এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে, মানুষের চুল বেচা-কেনা করা কিংবা (পরচুলা) ব্যবহার করা জায়েয নেই। কেননা, মানুষ সম্মানিত। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি আদম-সন্তানকে মর্যাদা দান করেছি। সুতরাং মানুষের কোন অঙ্গকে অপমানিত হয়, এমন কাজ করা জায়েয হবে না।’

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 4 =