জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি জায়েয আছে কিনা?

জিজ্ঞাসা–১২৪৫: ইসলামী শরিয়তে স্থায়ী জন্ম-বিরতী পদ্ধতি কি জায়েয আছে?–মোঃ আলআমিন।

জবাব: জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি– যার দ্বারা নারী বা পুরুষ প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে। এই পদ্ধতিটি সম্পূর্ণ অবৈধ। আল্লামা বদরুদ্দিন আইনী রহ. বুখারী শরীফের ব্যাখ্যায় উল্লেখ করেন, و هو محرم بالاتفاق অথাৎ স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন সর্বসম্মতক্রমে হারাম। (উমদাতুল ক্বারী ১৪/১৪)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 2 =