জর্দা খাওয়ার বিধান কি?

জিজ্ঞাসা–৯৯৬: জর্দা খাবার বিধান কি?–arif

জবাব: পানের সাথে জর্দা বা তামাক খাওয়া ডাক্তারি মতে শারীরিক ক্ষতির কারণ। তাই যথাসম্ভব এ থেকে বিরত থাকা উচিত। তবে ফকিহগণের মতে, জর্দা খাওয়া হারাম নয়।  আর যে জিনিস বেশি খেলে নেশা হয় তা কম খাওয়াও হারাম এ কথার দ্বারা মাদকদ্রব্য উদ্দেশ্য। জর্দা উদ্দেশ্য নয়। সুতরাং শরিয়তের বিচারে এতে কোনো সমস্যা মনে করা উচিত নয়। (আবু দাউদ ২/৫১৮ ফাতাওয়া শামি ৬/৪৬০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + twenty =