জায়নামাযের দোয়া বলতে কিছু আছে কি?

জিজ্ঞাসা–৫৪২: আসসালামু আলাইকুম। মুহতারাম, জায়নামাজে দাঁড়ানোর পূর্বে বিশেষ কোন দোয়া আছে কি? বা জায়নামাজের দোয়া বলতে আমরা যেটি জানি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাত্বরস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্ ও হানিফা অমাআনা মিনাল মুশরিকীন এটা পড়া কি সহীহ? সহীহ হলে জায়নামাজে দাঁড়িয়ে পড়া কি আবশ্যক? হাদিসের আলোকে সমাধান দিয়ে উপকৃত করবেন। জাযাকুমুল্লাহ।– ইবনে সাবীল

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

নামাযের আগে জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়া- আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকী্ন– শরীয়তের কোন দলীল দ্বারা প্রমাণিত নয়। মুলতঃ জায়নামাযের দোয়া বলতে শরীয়তে কিছু নেই। অবশ্য উপরোক্ত দোয়াটি রাসুলুল্লাহ ﷺ কখনো তাহাজ্জুদের নামাযে তাকবীরে তাহরীমার পর সানার স্থানে পড়তেন বলে প্রমাণিত আছে। যেমন, আলী রাযি. থেকে বর্ণিত হাদিসে এসেছে,

كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ قَالَ ‏”‏ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ

রাসুলুল্লাহ ﷺ যখন (রাতের বেলা) দাঁড়াতেন তখন (তাকবীরে তাহরীমার পর) বলতেন, ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকীন…। (মুসলিম ১৬৮৫)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =