টি-শার্ট অথবা হাফ হাতা জামা পরে নামাজ পড়া যাবে কি?

জিজ্ঞাসা–৭৯৭: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ,হুজুর পরুষদের ক্ষেত্রে Half হাতা টি-শার্ট অথবা Half হাতা জামা পরে নামাজ পড়া যাবে কি এতে নামাজের কোনো ক্ষতি হবে কি?–ইমরান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–১৭১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nineteen =