ট্যাক্স কমানোর উদ্দেশ্যে জাল কাগজ তৈরি করা যাবে কি?

জিজ্ঞাসা–২৪৭: আসসালামুআলাইকুম। জনাব মুহতারাম, সারা বছর চাকুরীর বেতন থেকে যে পরিমাণ টাকা মাদ্রাসা মসজিদ, যাকাত এবং গরীব আত্মীয়স্বজনের জন্য খরচ করি তা বছর শেষে 30% বিনিয়োগের হিসাবে নিলে এই পরিমাণের কর রেওয়ায়েত পাওয়া যায়। এটা করের বোঝা হালকা করে। এখন প্রশ্ন হলো, বিনিয়োগের সরকারের খাৎ আর আমাদের খরচের খাৎ মিলে না বলে কোনো ডকুমেন্ট দেখাতে পারিনা। এখন যেকোনো একটা কাগজ বানিয়ে জমা দিলেই কি হবে। আর তা না হলে এ সমস্যা থেকে উত্তরণের উপায় কি। জানালে উপকৃত হব।–আবু ওমায়ের: jahid170@yahoo.com

জবাব:وعليكم السلام ورحمة الله وبركاته

ট্যাক্স  কমানোর উদ্দেশ্যে এরূপ জাল কাগজ তৈরি করা মিথ্যার শামিল। আর মিথ্যা নিঃসন্দেহে হারাম। কেননা আল্লাহ তাআলা বলেন,فَاجْتَنِبُواْ الرِّجْسَ مِنَ الأَوْثَانِ وَاجْتَنِبُواْ قَوْلَ الزُّورِ তোমরা মুর্তিপূজার নোংরামী থেকে বাঁচো, এবং মিথ্যা কথা থেকে বাঁচো। (সূরা হজ্জ্ব-৩০)

হাদীসে এসেছে ,

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ  مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّ

আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ করেছেন, যে আমার উম্মতের উপর অস্ত্র উঁচু করে সে আমার উম্মতভূক্ত নয়, আর যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সেও আমার উম্মতভূক্ত নয়। (সহীহ মুসলিম ২৯৪)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
 শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + six =