ডান হাত ও বাম হাত ব্যবহারের সুন্নাহ-পদ্ধতি

জিজ্ঞাসা–১১৭৪: assalamu Alaikum wa Rahmatullah wa Barakatuhu…ইসলাম বাম হাতি মানুষ সম্পর্কে কি বলে??? বাম হাত ব্যবহার কারিদের ক্ষেত্রে ইসলামের বিধান কি? যারা জন্মগতভাবে ডান হাতে কাজ করার শক্তি পায় না তারা বাম হাতে সকল কাজ করলে কি গুনাহগার হবে? জাঝাকাল্ল্-হু খইরন।–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

এক. রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ হলো এই যে, সম্মানিত ও সমাদৃত কাজে অথবা যে বিষয়টির দ্বারা সম্মান ও মর্যাদাদান করা হয়–এমন কাজে ডান হাত ব্যবহার করা বা ডান দিক থেকে শুরু করা। আর যে সমস্ত কাজে সম্মান ও মর্যাদা দান করা হয় না যেমন, শৌচাগার বা টয়লেটে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া, নাক পরিষ্কার করা ইত্যকার কাজগুলোতে বাম হাত ব্যবহার করা বা বাম দিক থেকে সম্পাদন করা। আর এই সুন্নাহটির উদ্দেশ্য হলো ডান দিকের সম্মান ও মর্যাদা দান করা। আয়েশা রাযি. থেকে বর্ণিত,

كَانَتْ يَدُ رَسُولِ اللهِ الْيُمْنَى لِطُهُورِهِ، وَطَعَامِهِ وَكَانَتْ يَدُهُ الْيُسْرَى لِخَلَائِهِ، وَمَا كَانَ مِنْ أَذًى

রাসূলুল্লাহ -এর ডান হাত ছিল পবিত্রতা অর্জন ও খাদ্য গ্রহণের জন্য। আর তাঁর বাম হাত ছিল শৌচ ও অন্যান্য নিকৃষ্ট বা কষ্টদায়ক কাজের জন্য। (আবু দাউদ ৩৩)

সুতরাং প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য উচিত হলো, তারা যেন যতদূর সম্ভব আল্লাহর রাসূল -এর সুন্নাহর অনুসরণ করে।

দুই. কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো যৌক্তিক কারণে উক্ত সুন্নাহ মেনে চলতে অক্ষম হয় যেমন, সে জন্মগতভাবেই বাম হাতি; তাহলে সে ডান হাতের স্থানে বাম হাত ব্যবহার করতে পারবে। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না। (সূরা বাকারা ২৮৬)

ইমাম নববী রহ. বলেন,

وهذا إذا لم يكن عذر، فإن كان عذر يمنع الأكل والشرب باليمين من مرض أو جراحة أو غير ذلك فلا كراهة في الشمال

এটা তখন, যখন কোনো ওযর থাকবে না। কিন্তু যদি অসুস্থতা, আঘাত ইত্যাদি ওযর থাকে, যার কারণে ডান হাতে পানাহার গ্রহণ কষ্টকর হয় তাহলে বাম হাত ব্যবহার করা মাকরূহ হবে না। (তুহফাতুল আহওয়াযী ৫/ ৫১৮)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =