তাশাহুদ এবং দুরুদ ও দুয়া মাসুরার পরে সালামের আগে সাহু সিজদার কথা স্মরণ হলে করণীয় কী?

জিজ্ঞাসা–১১৮৩: তাশাহুদ এবং দুরুদ ও দুয়া মাসুরার পরে সালামের আগে সাহু সিজদার কথা স্মরণ হলে করণীয় কী? দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন।–Mohammad Tafsir Ahmed

জবাব: প্রশ্নোক্ত অবস্থায় করণীয় হলো, স্মরণ হওয়ার সাথে সাথে নিয়মমাফিক সাহু সিজদা করবে, তথা এক দিকে সালাম ফিরিয়ে দুই সিজদা করবে। তারপর আবার নিয়মতান্ত্রিক তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবে। (রদ্দুল মুহতার ২/১৯২, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২/২২২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − four =