নফল নামাযে ওয়াজিব বাদ পড়লে সাহু সিজদা দিতে হবে?
জিজ্ঞাসা–১৪৮২: নফল নামাজ পড়ার সময় ওয়াজিব ভঙ্গ করলে সাহু সিজদা দিতে হবে কি?–মুশফিক। জবাব: ফরজ হোক কিংবা নফল হোক; যে কোনো নামাজে কোনো ওয়াজিব বাদ পড়লে সাহু সিজদা দিতে হয়। (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪) والله أعلم بالصواب উত্তর দিয়েছেন শায়েখ উমায়েরবিস্তারিত পড়ুন