তেঁতুল গাছের নীচ দিয়ে যাওয়া কি নিষেধ?

জিজ্ঞাসা–৭৬৪: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি এক জায়গায় পড়ে ছিলাম যে নবীজী নাকি তেঁতুল গাছের নিচে দিয়াও যাইতে মানা করছে। আসলে কি তা ই? অনেকেই বলেছে এ ধরনের কোন হাদীস নাই। আসলে কি এ ধরনের কোন হাদিস আছে?–Anonymous

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

এজাতীয় কথায় বিশ্বাস করা যাবে না। এগুলো ভিত্তিহীন কথা। হাদিসের কোথাও এজাতীয় কথা নেই।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + four =