তেলাওয়াতের সিজদার জন্য অযু লাগবে কি?

জিজ্ঞাসা–১১৩২: আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, কোরআন তেলাওয়াত শোনার সময় সিজদায়ে সাহু চলে আসলে ঐ সময় অযুবিহীন থাকলে আমার করণীয় কী? অনুগ্রহ করে জানাবেন।–মোঃ আবুবকর সিদ্দীক।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রিয় প্রশ্নকারী ভাই, সিজদার আয়াত পড়ার পর কিংবা শোনার পর যে সিজদা দেয়া ওয়াজিব হয়, ওই সিজদার নাম ‘সিজদায়ে সাহু’ নয়; বরং এর নাম ‘তেলাওয়াতের সিজদা’। আর এই সিজদার জন্যও অযু জরুরি। অযু না থাকলে তেলাওয়াতের সিজদা আদায় হবে না। (বাদায়েউস সানায়ে ১/১৮৬)

কেননা, সিজদা মূলত নামাজেরই অংশ। সুতরাং যেমনিভাবে অযু ছাড়া নামাজ হয় না, অনুরূপভাবে অযু ছাড়া তেলাওয়াতের সিজদাও আদায় হয় না। রাসূলুল্লাহ বলেছেন,

لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً إِلَّا بِطُهُورٍ 

পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা নামাজ গ্রহণ করেন না। (সুনানে ইবনে মাজাহ ২৭২ সহীহ ইবনে খুজাইমা ৯ সহীহ ইবনে হিব্বান ৩৩৬৬)

সুতরাং যদি সিজদার আয়াত শোনার সময় আপনার অযু না থাকে তাহলে দীর্ঘ সময় বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব অযু করে নিবেন, তারপর তেলাওয়াতের সিজদা আদায় করে নিবেন।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =