তোশকে বীর্য লেগে গেলে হলে করণীয় কী?

জিজ্ঞাসা–৯৬৪: তোশকে বীর্য লেগে গেলে বা নাপাক হলে করণীয় কী বা কিভাবে সেটা পাক করব? দয়াকরে ইমেইলেও উত্তরটা আশা করছি।–Arafat

জবাব: বীর্য যদি তোশকে লেগে যায় তাহলে ইসলামের বিধান হল, যদি তা শুধু উপরের আবরণে লেগে থাকে এবং ভিতরে প্রবেশ না করে, তাহলে তা ঘষে তুলে ফেললে বা অন্য কোনভাবে দূর করে দেয়া দ্বারা পাক হয়ে যাবে। অথবা তিন বার তার উপর দিয়ে পানি প্রবাহিত করে দেয়ার দ্বারাও পাক হয়ে যাবে। কিন্তু যদি তোশক নাপাকি ভেতরে খুব ভালোভাবে চুষে নেয়, তা হলে তা তিন বার ধৌত করতে হবে। এবং প্রতিবার ধৌত করার পর শুকাতে হবে। শুকানোর অর্থ হচ্ছে তার উপর হাত রাখলে যেন ভিজে না যায়। (শামি ১/৩৩২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

��ন্তব্য

  1. কার্পেট এর উপর যদি বাচ্চারা প্রসাব করে সেই কার্পেট এর উপর জায়নামাজ বিছানোর পর নামাজ পরলে কি নামাজ হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + three =