জিজ্ঞাসা–১৮৩০: প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি?–সাদিক।
জবাব: স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা মাকরূহ। তবে একান্ত অসুবিধায় দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। এক্ষেত্রে শর্ত হল, পেশাবের ছিটা যেন দেহে না লাগে এবং নির্লজ্জতা প্রকাশ না পায়। (ফাতাওয়া হিন্দিয়া ১/৫০)
হাদিসে এসেছে, আয়েশা রাযি. বলেন,
مَن حدَّثَكُم ، أنَّ رَسولَ اللَّهِ : بالَ قائمًا فَلا تصدِّقوهُ؛ ما كانَ يبولُ إلَّا جالِسًا
যে ব্যক্তি তোমাদের বলে যে, রাসূল ﷺ দাঁড়িয়ে পেশাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না। কেননা তিনি বসেই পেশাব করতেন। (নাসাঈ ২৯ তিরমিযী ১২ ইবনু মাজাহ ৩০৭ মুসনাদে আহমাদ ২৫০৪৫)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী