দাঁড়িয়ে পেশাব করা

জিজ্ঞাসা–১৮৩০: প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি?–সাদিক। 

জবাব: স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা মাকরূহ। তবে একান্ত অসুবিধায় দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। এক্ষেত্রে শর্ত হল, পেশাবের ছিটা যেন দেহে না লাগে এবং নির্লজ্জতা প্রকাশ না পায়। (ফাতাওয়া হিন্দিয়া ১/৫০)

হাদিসে এসেছে, আয়েশা রাযি. বলেন,

مَن حدَّثَكُم ، أنَّ رَسولَ اللَّهِ : بالَ قائمًا فَلا تصدِّقوهُ؛ ما كانَ يبولُ إلَّا جالِسًا

যে ব্যক্তি তোমাদের বলে যে, রাসূল ﷺ দাঁড়িয়ে পেশাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না। কেননা তিনি বসেই পেশাব করতেন। (নাসাঈ ২৯ তিরমিযী ১২ ইবনু মাজাহ ৩০৭ মুসনাদে আহমাদ ২৫০৪৫)

والله أعلم بالصواب